October 2, 2023, 5:36 am
রশিদুল ইসলাম( প্রতিনিধি)পাটগ্রাম লালমনিরহাট:
আজ ২৯ অক্টোবর বিকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের কেন্দ্রীয় বাজার মসজিদে অজ্ঞাত দুই ব্যক্তি প্রবেশ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে ও কোরআন শরীফ অবমাননা করে।
এ সময় উত্তেজিত জনতা তাদেরকে আটক করে ইউনিয়ন পরিষদ ভবনে আটকে রাখে। খবর পেয়ে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার ও পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত এবং বুড়িমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত ঘটনাস্থলে পৌঁছে। উত্তেজিত জনতাকে কোনো অবস্থাতে নিবৃত্ত করতে না পারলে। আটক দুই অজ্ঞাত ব্যক্তির মধ্যে একজনকে সন্ধা ৭ টার দিকে ছিনিয়ে নিয়ে বেধড়ক পিটায় জনগণ। একপর্যায়ে আধমরা ওই ব্যক্তির গায়ে পেট্রোল ও লাকরি দিয়ে আগুন দিয়ে পুড়ে দেয় বিক্ষুদ্ধ জনতা।
এ সময় একটি মোটর সাইকেলও পুড়িয়ে দেওয়া হয়। বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে রাখা হয়। পাটগ্রাম থানা পুলিশ পরিস্থতি নিয়ন্ত্রণ করতে না পারলে পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলা ও লালমনিরহাট থেকে অতিরিক্ত পুলিশ এনে মোতায়েন করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ০৮: ৪০ মিনিট) জেলা প্রশাসক আবু জাফর, পুলিশ সুপার আবিদা সুলতানা ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন বলে প্রশাসন সূত্র নিশ্চিত করে। থেমে থেমে ইট, পাটকেল ও পাথরের ঢিল ছুঁড়ছে। থম থমে অবস্থা বিরাজ করছে। চেষ্টা করেও প্রশাসনের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।