October 2, 2023, 4:14 am
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৮টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৮১টি ওয়ার্ডে একটি বাড়ী একটি খামার প্রকল্পের কার্যক্রম চলছে।এতে হতদরিদ্র অসহায় লোকজন খুব সহজে সরকারের ঋৃণ সুবিধা পেয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন বলে অনেকে জানান।ঋৃণ ও মাসিক সঞ্চয় কিস্তি আদায় করার পর জমা না করে অনেক সমিতি’র সদস্যের টাকা হিসাব-কিতাবে গড়মিল পাওয়া যাচ্ছে বলে অফিসের একাধিক সুত্র দাবী করে।এ কারনে রংপুর জেলা সমন্বয়কারী মোঃজাহেদুল ইসলাম অডিট করতে গিয়ে অনেক সমিতি’র সঞ্চয় জমা ও ঋৃণ বাবদ কিস্তি আদায় রেজিস্টার তলব করে গড়মিল খুঁজে পান।অডিট আপত্তি থাকার কারন জানতে চাইলে এ ব্যাপারে অডিট কর্মকর্তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি তবে বিষয়টি চাওর হয়ে গেছে। এ প্রকল্পের কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষে ইতোমধ্যে পাটগ্রামে একটি বাড়ী একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের আলাদা ভবন নির্মাণ করা হয়েছে।একজন উপজেলা সমন্বয়কারীও শাখা ব্যবস্থাপক,দুইজন জুনিয়র অফিসার,একজন ক্যাশ সহকারী,একজন কম্পিউটার অপারেটরসহ প্রায় কুড়িজন অফিসিয়াল স্টাপ বিভিন্ন গ্রাম-গঞ্জে সমিতি গঠনের কার্যক্রম পরিচালনা করে আসছেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ৮টি অগ্রাধিকার প্রকল্পের প্রথম ধাপের তালিকায় থাকা একটি বাড়ী একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক। এখান থেকে ৫% সার্ভিস চার্জ সুদে এসএমই ঋৃণ এবং ৮% সুদে মাইক্রো ক্রেডিট ঋৃণ সুবিধা দেয়া হচ্ছে। এ প্রকল্পের শ্লোগান-একটি বাড়ী একটি খামারঃদিন বদলাবে তোমার আমার। ২০১১ সাল থেকে পথ চলা শুরু হয় প্রকল্পটি’র। এখন পর্যন্ত পাটগ্রামে ২৬১ টি সমিতি গঠন করা হয়েছে।প্রতিটি সমিতিতে ৪০ জন নারী ২০ জন পুরুষ মিলে ৬০ জন সদস্য হিসেবে ১৫ হাজার ৬৬০ জন অবহেলিত নারী -পুরুষ মাসে ২০০ টাকা হারে সঞ্চয় জমা দিচ্ছেন।এভাবে একেকটা সমিতি’তে ৪ হাজার ৮ ‘শ টাকা থেকে ৭ হাজার টাকা জমা হয়েছে।যার যত জমা আছে তাকে দ্বিগুণ হিসেবে পর্যায়ক্রমে ১০ হাজার থেকে ৭০ হাজার টাকা ব্যক্তি ঋৃণ প্রদান করা হচ্ছে।ঋৃণ সহায়তা পেয়ে অনেক দরিদ্র লোকজন স্বাবলম্বী হওয়ার পথে। কথায় বলে একটি বাড়ী একটি খামার,অর্ধেক তোমার অর্ধেক হামার। সরকারি বিধি মতে,সমিতি’র কার্যক্রম পরিচালনা ও ঋৃণ প্রদানে গড়িমসিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ বিষয়ে কথা বলতে চাইলে উপজেলা সমন্বয়কারী শাখা ব্যবস্থাপক শরমিন জাহান কথা বলতে অপারগতা প্রকাশ করেন।