September 23, 2023, 12:14 am
মোঃ সাফিয়ার রহমান
পাইকগাছা প্রতিনিধি
খুলনা জেলার পাইকগাছা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোঃ এজাজ শফী-এর সার্বিক দিক নির্দেশনায় যশোর জেলার অভয়নগর থানাধীন রাজঘাট(জেজেআই) কলনি হতে নানী বাড়ীতে আসার পথে হারিয়ে যাওয়া শিশু হোসাইন শেখ(০৯), পিতা- মোঃ লিটন শেখ, সাং- রাজঘাট, থানা- অভয়নগর, জেলা- যশোরকে উদ্ধার পূর্বক তার নানী হাজেরা বেগম(৫০), স্বামী- আজাদ গাজী, সাং- সরল, থানা- পাইকগাছা, জেলা- খুলনা এর নিকট বুঝিয়ে দেওয়া হয়।