December 1, 2023, 2:18 pm
পাইকগাছায় সরকারী শুল্ক ফাঁকি ও গোপাল বিড়ির ব্রান্ড নকল সম্বলিত ১০ হাজার মনির বিড়ি সহ পুলিশ নাজমূল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছেন। ধৃত ব্যক্তির বাড়ী উপজেলার সোলাদানা ইউপির রয়ারঝাপা গ্রামে। শনিবার দুপুরে উপজেলার কপিলমুনি বাজারের ধান্য চত্বর থেকে থানা পুলিশের এস আই অনিষ মন্ডল তাকে আটক করেন। মনির বিড়ি যশোরের মনিরামপুরের দিগায় প্রস্তুত হয় বলে পুলিশ জানিয়েছে। এ বিষয়ে গোপাল বিড়ি কোম্পানীর জেনারেল ম্যানেজার গৌরপদ পাল অভিযোগ করেন একটি অসাধু চক্র দীর্ঘ দিন ধরে কর ফাঁকি ও ব্রান্ড নকল করে কম দামে এ অঞ্চলে এ বিড়ি সরবরাহ করে আসছিল।যেখানে সরকারি এক প্যাকেট বিড়ির দাম ১৮ টাকা নির্ধারণ করা আছে সেখানে কিভাবে ১০ টাকায় প্রতি প্যাকেট বিক্রি করে। এক প্যাকেট বিড়ির সরকারি শুল্ক কর দিতে হয় ৯ টাকা ৫০ পয়সা। এ রিপোট লেখা পর্যন্ত মামলার প্রস্ততি চলছিল।