September 25, 2023, 2:17 am

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ঝিনাইদহে বিকাশ, রকেট, নগদ, উপায় প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার রাস্তা প্রশস্তকরণ সম্পন্ন হলে পাল্টে যাবে মহাদেবপুর কলাপাড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে প্রেসক্লাব চত্তরে মানববন্ধন সুদের টাকা দিতে না পারায় কৃষককে শিকলে বেঁধে নির্যাতনকারী, গ্রেফতার ০১ ডিবি পুলিশের অভিযানে গাঁজা,ইয়াবা দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সুদের টাকা না দেয়ায় দিনমজুরকে শিকলবন্দী বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কলাপাড়া উপজেলার শাখার আহবায়ক কমিটি গঠন ঈশ্বরদীতে আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত ঈশ্বরদীতে দৈনিক বিজয় পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

পাইকগাছায় চেতনানাশক স্প্রের মাধ্যমে অজ্ঞান করে সর্বস্ব লুট,ওসি’র সতর্কবার্তা

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা থানা পুলিশের পক্ষে পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের সকল নাগরিককে চেতনানাশক স্প্রের মাধ্যমে অজ্ঞান করে সর্বস্ব লুটের ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।
সতর্কবার্তায় পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, আমাদের পার্শ্ববর্তীসহ আমাদের উপজেলায় চেতনানাশক প্রয়োগ করে বাড়ির লোকদের অজ্ঞান করে একেরপর এক চুরির ঘটনা ঘটছে। পাইকগাছা থানা এলাকায় চেতনাশক প্রয়োগ করে চোরেরা যাতে এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে বলা হয়েছে।

সতর্কবার্তায় নিজের সম্পদ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই ঘরের জানালা দরজা ভালোভাবে বন্ধ করে ঘুমাবেন এবং সতর্ক থাকবেন। রান্নাঘর সব সময় তালাবদ্ধ করে রাখতে বলা হয়। কেননা, এই চক্রের অন্যতম একটা উপায় হল, তারা রান্নাঘরের যে কোন খাবারের সাথে চেতনানাশক প্রয়োগ করে যাতে করে ওই খাবার খেলে লোকজন অজ্ঞান হয়ে পড়বে। এক্ষেত্রে তারা নির্দিষ্ট বাসা বাড়িকে টার্গেট করে এবং ঘটনার আগের দিন সেই বাসা বাড়ির রাস্তা-ঘাটে চলাচল করে সকল বিষয় খোঁজখবর নিয়ে থাকে। অপরিচিত এবং সন্দেহভাজন লোকজন বাসা-বাড়ির আশপাশে দেখলে তাদের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। সন্দেহজনক হলে প্রয়োজনে থানা পুলিশের সহায়তা নেওয়ার জন্যও বলা হয়েছে। সতর্কবার্তায় নিজের সচেতনতার পাশাপাশি অন্যকেও সচেতন করতে আহ্বান জানিয়েছেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। মোবাইল নং ০১৩২০-১৪০৩১১

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com