October 1, 2023, 2:28 pm
মোঃ মানছুর রহমান (জাহিদ)স্টাফ রিপোর্টার-খুলনা:খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক শুক্রবার বিকেলে খুলনা-৬,(পাইকগাছা -কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু করোনা পজেটিভ হয়ে ঢাকায় চিকিৎসাধীন থাকায় তার দ্রুত সুস্থতা ও র্দীঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠান সম্পন্ন। গদাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্মল চন্দ্র অধিকারী সভাপতিত্বে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমিরন কুমার সাধু, আব্দুর রাজ্জাক মলঙ্গী, সৈয়দ আলী সরদার, কোনা মোড়ল, জি এম শুকুর আলী, হায়দার মোড়ল, প্যানেল চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন, প্রভাষক শেখ রুহুল কুদ্দুস,ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ, শেখ মিরন উল্লাহ, গফফার জোয়াদ্দার, রহমত মোড়ল, আফিল উদ্দিন গাজী,অজিত বিশ্বাস, বাবলু গাজী।
বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসাধীন রয়েছেন বলে তার ব্যক্তিগত সহকারী তসলিম হুসাঈন তাজ জানিয়েছেন।