October 1, 2023, 4:09 pm
মোঃ সাফিয়ার রহমান খুলনা পাইকগাছা বিশেষ প্রতিনিধি
পাইকগাছায় ভাটা শ্রমিক হাবিব কে গুম করেছে মর্মে আদালতে মামলা হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ওসি পাইকগাছা থানা কে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদেশ দিয়েছে। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, পাইকগাছা উপজেলার রেজাকপুর গ্ৰামের অপুর গাজী ও তার ছেলে হাবিব গাজী কে ভাটা সরদার সাতক্ষীরা জেলার তালা উপজেলার দেওয়ানী পাড়া গ্ৰামের শাহাবুদ্দিন বিশ্বাসের ছেলে মফিজুল ও জাফর বিশ্বাসের ছেলে শাওন বিশ্বাস ২০১৯-২০ সনের জন্য নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার শ্যামলী বাজারের পাশে বি বি বিরিক্স কাজ করার জন্য আলোচনা হয়। গত ২/১/২০ তারিখে মফিজুল ভাটায় নিয়ে যাওয়ার জন্য আসলে অপুর অসুস্থতার কারণে যেতে না পারলেও ছেলে হাবিব কে কপিলমুনি মনি সিংহ বাড়ির সামনে থেকে গাড়িতে নিয়ে যায় । হাবিব বাড়িতে নিয়মিত যোগাযোগ ও টাকা পাঠাতো। ভাটার ছিজেন শেষ হলেও হাবিব বেশ কয়েক দিন যোগাযোগ বন্ধ হয়ে গেলে ভাটা সরদার মফিজুল এর সাথে যোগাযোগ করলে তিনি বিভিন্ন অসংলগ্ন কথা বার্তা বলতে থাকে। এক পর্যায়ে অপুর গাজী খোঁজ খবর নিয়ে জানতে পারে হাবিব এর সাথে গোলমাল গোলযোগ হয় । তাই সন্ধেহ হয় হাবিব কে গুম করেছে। এসব বিষয় অপুর গাজী বাদী হয়ে পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৮/৮/২০ তারিখে ৩৬২/৩৬৮/১৪/৫০৬ ধারা মোতাবেক মফিজুল ও শাওন কে আসামি করে মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ওসি পাইকগাছা থানা কে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আদেশ দেন। ওসি এজাজ শফী জানান, মামলার কপি এখনও পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।