October 1, 2023, 2:42 pm
আলমগীর হোসেন পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ফুড পয়জনিং খাইয়ে ৪মহিলা সহ ৫জন কে অচেতন করেছে জনৈক আহসানুর রহমান। তাদের কে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি উপজেলার রাড়ুলী গ্ৰামে ।জানা যায় , পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্ৰামে নাসির শেখের ভাড়াটিয়া বাড়িতে শনিবার রাতে বিদ্যুৎ লাইনের বিগ্ন ঘটে । জনৈক আসলাম কে মোবাইলে ডাকে । আসলাম জনৈক আহসানুর কে সাথে করে নাসিরের ভাড়াটিয়া বাড়িতে আসে। প্রথমে বাড়ীর বিদ্যুত লাইন ঠিক করার চেষ্টা করে বলে এ রাতে বিদ্যুৎ লাইন ঠিক করা সম্ভব না। তার পর আহসানুর রাতে সেভেন আপ কৌশলে করে বাড়ীতে থাকা নাসিরের স্ত্রী ফাতেমা (৪০) মেয়ে মরিয়ম (১৫) নাসিমা (১৭) টুকটুকি খাতুন (১২) রায়হান (৮) খাইয়ে অচেতন করে । তার পর তাদের সাথে কি হয়েছে ফাতেমা আর কিছু বলতে পারে না। পর দিন ভোরে চেতন হলে তারা হাসপাতালে দেখতে পায়। সে আরো জানায় ,প্রতিবেশীরা টের পেয়ে হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে তার স্বামী ঢাকা থেকে না আসা পর্যন্ত প্রসাশন সহ কাউকে কিছু বলতে রাজি না।।