December 1, 2023, 1:23 pm
আলমগীর হোসেন
(পাইকগাছা প্রতিনিধি) :
দিনব্যাপী হরিঢালী গ্রামের কৌশল্যা নিবাসে “রাধা শ্রীনিবাস স্মৃতি ট্রাস্ট” (প্রস্তাবিত) এর উদ্যোগে এলাকার অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় সচিব ও অনির্বাণ লাইব্রেরির সম্মানীত উপদেষ্ঠা জনাব তপন কান্তি ঘোষ,অনির্বাণ লাইব্রেরির উপদেষ্ঠা কমিটির সম্মানীত সাধারন সম্পাদক অবসর প্রাপ্ত শিক্ষক গনেশ ভট্রাচার্য্য ,লাইব্রেরীর সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, লাইব্রেরির সহ সভাপতি মানিক ভদ্র,প্রভাষক স্বপন ঘোষ, অনির্বাণ লাইব্রেরির সাংগঠনিক সম্পাদক প্রভাষক অানিছুর রহমান, লাইব্রেরির সমাজ কল্যান সম্পাদক ওয়ার্ড সদস্য কুমারেশ দে।