September 25, 2023, 3:47 am

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
“সুশৃঙ্খল সমাজ গঠনের প্রত্যয়ে, মিলেমিশে কাজ করবো একসাথে” শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে জেলা পুলিশ গোপালগঞ্জ এর নিরাপত্তাজনিত আলোচনা সভা’ নন্দীগ্রামে মুকুল হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৬ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ঝিনাইদহে বিকাশ, রকেট, নগদ, উপায় প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার রাস্তা প্রশস্তকরণ সম্পন্ন হলে পাল্টে যাবে মহাদেবপুর কলাপাড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে প্রেসক্লাব চত্তরে মানববন্ধন সুদের টাকা দিতে না পারায় কৃষককে শিকলে বেঁধে নির্যাতনকারী, গ্রেফতার ০১ ডিবি পুলিশের অভিযানে গাঁজা,ইয়াবা দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সুদের টাকা না দেয়ায় দিনমজুরকে শিকলবন্দী

পত্নীতলায় ভোটার তালিকার হালনাগাদ শুরু আগামী ছয় আগষ্ট

আলী মর্তুজা, পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ভোটার তালিকার হালনাগাদ শুরু আগামী ০৬ আগষ্ট , যা চলবে আগামী ২৭ আগষ্ট পর্যন্ত।

এ বিষয়ে ১৯ জুলাই মঙ্গলবার পত্নীতলা উপজেলা নির্বাচন অফিসার মো: জাহিদুর রহমান সাক্ষরিত একটি নোটিশ দিয়েছেন। তিনি নোটিশে উল্লেখ করেন উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ নির্বাচন কমিশন সারা দেশব্যাপী ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম-২০২২ কর্মসূচী গ্রহণ করেছেন। পত্নীতলা উপজেলায় আগামী ০৬ আগষ্ট ২০২২ হতে ২৭ আগষ্ট ২০২২ পর্যন্ত যাদেও জন্ম তারিখ ০১-০১-২০০৭ এর পূর্বে এবং ইতি পূর্বে ভোটার হতে পারেন নাই তাদের ভোটার করার জন্য তথ্য সংগ্রহকারীগণ বাড়ী- বাড়ী গমন করে তথ্য সংগ্রহ করবেন। তথ্য সংগ্রহকারীকে সঠিক নির্ভূল ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সার্বিক সহযোগীতা করার জন্য অনুরোধ করা হলো।

নতুন ভোটার নিবন্ধনের জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন হবে:
অনলাইন জন্ম সনদ, শিক্ষা সনদ ( পি.এস.সি/ জে.এস.সি/এস.এস.সি) প্রযোজ্য ক্ষেত্রে, পিতা – মাতার এন.আই.ডি কার্ডের ফটোকপি, বিবাহিত হলে স্বামী/স্ত্রীর এন.আই.ডি কার্ডের ফটোকপি, পাসপোটের ফটোকপি ( যদি থাকে), ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি ( যদি থাকে ), টিন সাটিফিকেট ( যদি থাকে )।

আলী মুর্তজা
পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি:
মোবাইল নাম্বার: 01741609152

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com