September 25, 2023, 3:47 am
আলী মর্তুজা, পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ভোটার তালিকার হালনাগাদ শুরু আগামী ০৬ আগষ্ট , যা চলবে আগামী ২৭ আগষ্ট পর্যন্ত।
এ বিষয়ে ১৯ জুলাই মঙ্গলবার পত্নীতলা উপজেলা নির্বাচন অফিসার মো: জাহিদুর রহমান সাক্ষরিত একটি নোটিশ দিয়েছেন। তিনি নোটিশে উল্লেখ করেন উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ নির্বাচন কমিশন সারা দেশব্যাপী ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম-২০২২ কর্মসূচী গ্রহণ করেছেন। পত্নীতলা উপজেলায় আগামী ০৬ আগষ্ট ২০২২ হতে ২৭ আগষ্ট ২০২২ পর্যন্ত যাদেও জন্ম তারিখ ০১-০১-২০০৭ এর পূর্বে এবং ইতি পূর্বে ভোটার হতে পারেন নাই তাদের ভোটার করার জন্য তথ্য সংগ্রহকারীগণ বাড়ী- বাড়ী গমন করে তথ্য সংগ্রহ করবেন। তথ্য সংগ্রহকারীকে সঠিক নির্ভূল ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সার্বিক সহযোগীতা করার জন্য অনুরোধ করা হলো।
নতুন ভোটার নিবন্ধনের জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন হবে:
অনলাইন জন্ম সনদ, শিক্ষা সনদ ( পি.এস.সি/ জে.এস.সি/এস.এস.সি) প্রযোজ্য ক্ষেত্রে, পিতা – মাতার এন.আই.ডি কার্ডের ফটোকপি, বিবাহিত হলে স্বামী/স্ত্রীর এন.আই.ডি কার্ডের ফটোকপি, পাসপোটের ফটোকপি ( যদি থাকে), ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি ( যদি থাকে ), টিন সাটিফিকেট ( যদি থাকে )।
আলী মুর্তজা
পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি:
মোবাইল নাম্বার: 01741609152