December 1, 2023, 10:45 pm
আবদুল্লাহ আল মামুন
স্টাফ রিপোর্টারঃ-
“মহানবীর অপমান সইবো নারে মুসলমান”
“ফ্রান্সের সকল পন্য বর্জন করো করতে হবে” এ শ্লোগানে পটুয়াখালী সদর উপজেলা লাউকাঠীতে ফ্রান্সে মহানবীকে নিয়ে চিত্রাঙ্কন করায় রাষ্ট্রের প্রধান ও কুলাঙ্গার সহোযোগিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
শুক্রবার (০৬-নভেম্বর-২০ ইং) তারিখ জুমার নামাজে পড়ে ধর্মপ্রাণ মুসলমানদের অংশ গ্রহনে লাউকাঠী বাজার জামে মসজিদের সামনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সবাবেশ করা হয়।ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ইলিয়াছ (বাচ্চু) মোল্লার আয়োজনে লাউকাঠী বাজার জামে মসজিদের সামনে বিক্ষোপ সমাবেশে করেন সকল ধর্মপ্রাণ মুসলমানেরা।সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা নুরানী মাদ্রাসার সভাপতি, তাবলীগ জামায়েতর আমির ও লাউকাঠী জামে মসজিদ ইমাম মাওলানা মোঃ আবু তাহের, এছাড়াও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আসাদুল মুন্সী, সহ-সভাপতি মোঃ জাকির সিকদার, কোষাধ্যক্ষ রহমত আলী, কালমা শেখ সহ লাউকাঠী জামে মসজিদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে আরও অংশ নেন লাউকাঠী গোডাউন জামে মসজিদের ইমাম,ঢেউখালী জামে মসজিদ,চড় লাউকাঠী জামে মসজিদ,সিকদার বাড়ি জামে মসজিদ, ঢেউখালী মোল্লাবাড়ির হাফেজি ও নুরানী মাদ্রাসার সকল ছাত্র, মধ্য ঢেউখালী জামে মসজিদ, আলী চৌকিদার বাড়ি জামে মসজিদ, জামুরা জামে মসজিদ সহ জেলা ও উপজেলা ওলামা আলেমগনেরা বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহণ করেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মোঃ ইলিয়াছ বাচ্চু তিনি বলেন, নবীজীর এই অপমানে সকল ধর্মপ্রাণ মুসলমানদের এক হয়ে প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণ করতে হবে। সারাবিশ্বের মুসমান এক হয়ে কুলাঙ্গার রাস্ট্র ফ্রান্সের বিরুদ্ধে চরমভাবে ঘৃনা জানিয়ে বিক্ষোভ সমাবেশ করতে হবে।
বিক্ষোভ সমাবেশ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া ও মোনাজাত করা করাহয়।