December 1, 2023, 11:33 pm
আবদুল্লাহ আল মামুন,
স্টাফ রিপোর্টারঃপটুয়াখালী বাউফলের তেতুলিয়া নদীতে নৌ পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকার ঘোষিত নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে এবং তা ধ্বংস করা হয়েছে ꫰
শনিবার (১০ অক্টোবর-২০২০ ইং) কালাইয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মাদ ফয়েজ মিয়ার নির্দেশে সহকারি ইনচার্জ লাজ্জু মন্ডলসহ তার একটি চৌকস নৌ পুলিশ টিম ভোর ছয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত তেতুলিয়া নদীর চর ওয়াডেল, শৌলা, বগি পয়েন্টে অভিযান চালায় ꫰ এসময় এসব পয়েন্ট থেকে সরকার ঘোষিত নিষিদ্ধ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় ꫰
পরে জাল গুলো কালাইয়া বন্দর ধান হাট মাঠে এনে আগুন দিয়ে পুড়ে ধ্বংস করা হয় ꫰
এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা
অহেদুজ্জামান, সহকারি কর্মকর্তা জসিম উদ্দিন, নৌ পুলিশ ফাড়ির সহকারি ইনচার্জ লাজ্জু মন্ডল ও আরও অনেকে উপস্থিত ছিলেন ꫰#####
0১৭১৪৯৮৪১২৬
(১০/10/2020)