December 2, 2023, 12:07 am
আবদুল্লাহ আল মামুন,স্টাফ রিপোর্টার:
ধর্মীয় উসকানি মূলক ফেইসবুকে স্টাটাস দেওয়ায় নাস্তিক নোমান মিঠুর রিমান্ড শুনানি কালে পক্ষে আইনজীবী অ্যাডভোকেট হারুন অর রশিদ কলা তলা, অ্যাডভোকেট আল আমিন হাওলাদার, খাইরুল ইসলাম শামীম, শাখাওয়াত হোসেন জুয়েল, বাবু, জাফর সহ একাধিক অ্যাডভোকেট,ও অপরদিকে রাষ্ট্র পক্ষের অ্যাডভোকেট ছিলেন অ্যাড,আবদুল্লাহ আলনোমান, মুন্না সহ একাধিক তরুন অ্যাডভোকেট, শুনানি অন্তে নাস্তিক নোমান মিঠুকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আমলী আদালতের ভারপ্রাপ্ত বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আসিফ এলাহি এ আদেশ প্রদান করেন।
আদালতের এই আদেশে পটুয়াখালী সহ সকল বিভিন্ন স্থানের ধর্মপ্রাণ মুসলমানেরা বিজ্ঞ বিচারক ও রাষ্ট্র পক্ষের আইনজীবীদের ধন্যবাদ জানিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন।