September 23, 2023, 1:17 am
মোঃ শহিদুল ইসলাম রতন,জেলা প্রতিনিধি জয়পুরহাট:
জয়পুরহাট সদরে ৫ম শ্রেণি পড়ুয়া নিজ মেয়েকে বাবা কর্তৃক ধর্ষণ চেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম নামের এক নর পিশাচকে আটক করেছে পুলিশ। শিশুটির মায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই নারীর স্বামীকে
(৮সেপটেম্বর) শুক্রবার ক্ষেতলাল নিশ্চিন্তা বাঘোপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি ক্ষেতলাল নিশ্চিন্তা বাঘোপাড়া বাবু মিয়ার ছেলে সাইফুল ইসালাম (৪২)
থানায় দেওয়া অভিযোগ থেকে যানা গেছে, ওই ব্যক্তির স্ত্রী সালমা সহ শহরের তাঁতিপাড়া রেল বস্তিতে দুই শতক জায়গা কিনে টিনশেটের বাড়ি করে বসবাস করেন৷ হোটেল শ্রমিক সালামা বেগম প্রতিদিনের ন্যায় গত (৬ আগস্ট) সন্ধায় ৬ :ঘটিকার সময় বাড়ি ফিরে দেখতে পান বাড়ীর মেইন গেট বন্ধ করে, আসামী সাইফুল আমার মেয়েকে ঘরের ভিতরে নিয়ে খাটের উপরে সোয়াইয়া মুখ চেপে ধর্ষণের চেষ্টা করে৷ আমার মেয়ে সাদিয়ার চিৎকার শুনে আমি আগাইয়া আসিলে আসামী আমাকে বিভিন্ন ভয়ভিতি দেখিয়ে ঘটনা গোপন রাখতে বলে আমার মেয়ে সব ঘটনা খুলিয়া বলিলে আমি পরিবারে সংঙ্গে আলোচনা করিয়া থানায় অভিযোগ করেছি৷
ভুক্তভোগীর মা বলেন, আমার মেয়ে শহরের প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করে মেয়ের সঙ্গে ঘটে যাওয়া খারাপ কাজের বিচার চাই। মেয়ে বিষয়টি আমাকে জানায়। এরপর আমি থানায় অভিযোগ করলে পুলিশ অভিযোগের ভিত্তিতে আমার স্বামীকে আটক করে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছেন বলে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন স্ত্রী। অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।