December 1, 2023, 1:20 pm
পঞ্চগড় জেলাপ্রতিনিধি
পঞ্চগড়ের বোদা থানার কালিয়াগঞ্জ ইউনিয়নের বাগডোগরা ঘাটের পাথরকাটা গ্রামের মোহাম্মদ ডা:রফিকুল ইসলাম (৫০)ক্রয় কিত জমি প্রায় 20 বছর যাবৎ ভোগ দখল করিয়া আসিতেছেন এমতাবস্থায় হঠাৎ একদিন দেখেন তার জমির সুপারির চারা তুলে নদীতে ফেলে দিয়েছে ওই গ্রামের হেলাল উদ্দিন পাশের জমির মালিক গ্রামবাসীর সাক্ষ্য অনুযায়ী বোদা থানা এজাহার দায়ের করেন বোদা থানার ডিউটি অফিসার ঘটনাটি তদন্ত করেন
বাদী এবং বিবাদীর উপস্থিতিতে জনসাধারণের সামনে সঠিক সীমানা নির্ধারণ করে দেন এবং সীমানার পিলার নির্ধারণ করে দেন এমতাবস্থায় হঠাৎ রাতের আধারে হেলাল উদ্দিন বিবাদী সীমানার পিলার পরিবর্তন করে রফিকুল ইসলামের জমি দখল করে নেয় সীমানার পিলার ও জমিতে শত শত সুপারির গাছ এবং কলার চারা ঘেরাতুলে মাহেন্দ্র ভর্তি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ও বিবাদী মাহেন্দ্র টি আটক করেন থানা পুলিশে খবর দিলে ডিউটি অফিসার এসে মহেন্দ্র টি জব্দ করে থানায় নিয়ে যান আসামি পলাতক