September 25, 2023, 3:48 am
স্টাফ রিপোর্টার:
এলাকা সূত্রে জানা যায়,
গত সোমবার বিকাল ৫ টা ৫০ মিনিটে ঘটনা।
দুই বাচ্চা একসাথে খেলা করে মাহিন ও সাকিব ।
খেলা করার সময় বাচ্চা বাচ্চায় মনোমালিন্য হয়। মাহিন গিয়ে তার বাবা মাকে ডেকে নিয়ে আসে। তখন তার বাবা মা একসাথে আসে।
মাহিনের বাবা ও মা সাকিবকে সজোরে চর থাপ্পড় মারতে থাকে। মাহিনের বাবা শিশু সাকিবের বুকে ডান পা দিয়ে সজোরে লাথি মারে এবং সাথে সাথে সাকিবের নাগ মুখ দিয়ে রক্ত বের হয়।
খবর পেয়ে সাকিবের বাবা আলমগীর হোসেন পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে যান। সদর হাসপাতালের ডাক্তার চিকিৎসা দেন। সাকিবের চিকিৎসা কালিন অবস্থায় মুখদিয়ে রক্ত বমি হয় এবং তার অবস্থা ভালো নেই। সদর হাসপাতালের ডাক্তার সাকিবকে রংপুর রেফাইট করে। রংপুর সদর মেডিকেল হাসপাতালে সাকিব মৃত্যুর সাথে পাঞ্জা লরছে।
মাহিনের বাবার নাম মাসুম, বয়স (৪০), পিতা মৃত মজাহার আলী ।
মাসুমের বউ মালেকা বয়স (৩৫)। স্বামী ও স্ত্রী একসাথে এসে সাকিবকে থাপ্পড় ও বুকে লাথি মারে।
সাকিবের বাবা আলমগীর হোসেন জানান, আমি এই নরপশুদের বিচার চাই।
খবর লেখা পর্যন্ত পঞ্চগড় সদর কোর্টে মামলা দায়ের করা হয়েছে।
শিশু নির্যাতন আইনে এনে কঠোর শাস্তি দেওয়া হোক
এটাই সাকিবের বাবা আলমগীর হোসেনের দাবি।