September 23, 2023, 1:33 am
স্টাফ রিপোর্টারঃ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ৩ নংজিরতলী ইউপির ২ নং ওয়ার্ড বারি চতল গ্রামে কিশোর গ্যাং ও অপরাধীদের যেন অভয় অরণ্য। জানা যায়, বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কমপক্ষে ২০ থেকে ২৫ জন অস্ত্রধারি ক্যাডার অাটক হয়। তারা রাজনৈতিক দলের চত্রছায়ায় এসব অপরাধ করে যাচ্ছে। এলাকাবাসী জানান, এসব কিশোর গ্যাং ও অস্ত্রধারি ক্যাডারদের হাতে অনেক নির অপরাধ এলাকাবাসী লাঞ্ছিত হয়েছে। কিশোর গ্যাং ফিরোজ জি আই ফাইভ দিয়ে আনোয়ারা বেগম নামে সিন্দুরকাইত গ্রামে ঢুকে হামলা চালিয়ে আনোয়ারা বেগমের হাত ভেঙ্গে দেয় । এছাড়া কিশোর গ্যাং ফিরোজের বাহিনী মাদক, ইভটিজিং, ও বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়িয়ে পরছে।