September 25, 2023, 4:11 am
কামরুজ্জামান স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালী কবিরহাট উপজেলা চাপরাশিরহাটের জিরো পয়েন্ট থেকে তিনশত গজ দক্ষিণ পশ্চিমে আল্লাহরদান নার্সারি ২০১৪ সালে এটি প্রতিষ্ঠা করেন আব্দুল হাকিম। তিনি বাণিজ্যিকভাবে বিভিন্ন প্রকার ফল, ফুল,,ও ফলের কলম, এবং ঔষধি গাছের চারা উৎপাদন করতে শুরু করেন। বর্তমানে এই নার্সারিতে আছে, রামবুটান, পার্সিমন, সাদা জাম, কালো জামের কলম, অক্সাল, আনার, ডালিম, আতা, কমলা,মাল্টা, দার্জিলিং কমলা, আমের কলম, চারাকলম, মিষ্টি কমলা, আপেল, পেয়ারা, সুপারি, হাইব্রিড সুপারি, কমলা, লিচু, চায়না থ্রি লিচু, ডুমুর, জৈতুন, হাইব্রিড নারিকেল, কাঁঠাল, বারোমাসি কাঁঠাল, কাঁঠালের কলম, আরো অনেক ফল, ফুল, ও ঔষধি গাছের চারাউৎপাদ ও সুলভ মূল্যে বিক্রি করা হয়। নার্সারির মালিক আব্দুল হাকিম তার নার্সারি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।