September 25, 2023, 3:58 am
কামরুজ্জামান,স্টাফ রিপোর্টারঃ
মহামান্য রাষ্ট্রপতি শাহাবউদ্দিন ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বৃহত্তর নোয়াখালীর ৫০ লক্ষ মানুষ। সাথে সাথে স্থানীয় সাংসদ মামুনুর রশিদ কিরণ, পরিকল্পনা সচিব,নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বৃহত্তর নোয়াখালী বাসী। সকল জল্পনা কল্পনা ও দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২৯ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দে মাননীয় প্রধানমন্ত্রী ৫০০ শয্যা বিশিষ্ট পাঁচশত শয্যা বিশিষ্ট আধুনিক জননেতা নুরুল হক আধুনিক হাসপাতাল অনুমোদন প্রদান করেন। এই খবরটি সোশ্যাল মিডিয়ায় প্রচার হলে চারদিকে সাড়া পড়ে যায়। অবশ্যই সেকাঙ্ক্ষিত বিষয়। জানা যায়, সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আদলে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে জননেতা নুরুল হক আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। সে হাসপাতালটি চলতি অর্থবছরে নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছ বলে সূত্রে জানা যায়।