September 23, 2023, 1:46 am
কামরুজ্জামান স্টাফ রিপোর্টার নোয়াখালী:
নোয়াখালীতে সন্ত্রাসীরা কুপিয়ে ৬জনকে আহত করেন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাত দশটা। জেলার বেগমগঞ্জ দক্ষিণ নাজিরপুর গ্রামের রমজান বিবি বাজারে। এদের মধ্যে, পারভেজের অবস্থা আশঙ্কা জনক হলে তাকে প্রথমে বেগমগঞ্জ হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তারগন তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পারভেজের বাম পায়ের টাকনুতে ও মাথায় কিরিস দিয়া কুপিয়ে মারাত্মক রক্তাক্ত বেদনাদায়ক যখন করেন। সন্ত্রাসীরা হইলো, দক্ষিণ নাজিরপুর রিভোজী বাড়ির বাচ্চু (৪৫) একেই বাড়ির পিয়াস (২২) শিবলু (৪৫) ধনু (৩৫) কামাল (৫০) জানা যায়, আহত পারভেজের ছোট ভাই অন্তর অটো রিক্সার ডাইভার তিনি রমজান বিবি বাজার হইতে মেন সড়ক দিয়া পশ্চিমে মুজাহিদপুরে যাত্রী নিয়ে যাওয়ার পথে রিভোজি বাড়ির পিয়াস পূর্বের শত্রুতা ধরে অটোরিকশা ড্রাইভার অন্তরকে কিল ঘুসি মেরে মারাত্মক জখম করে। ও তাহার অটোরিকশা রড দিয়া পিটিয়ে ভেঙ্গে অকেজো করে দেন। অন্তরের সোরচিতকার শুনে তাহার বড় ভাই পারভেজ দড়িয়া এলে সন্ত্রাসীরা এক হয় কিরিস দিয়া পারভেজের মাথাও পায়ে কুপিয়ে হর্তার চেষ্টা করেন। পারভেজকে প্রথমে বেগমগন্জ হাসপাতাল ভর্তি করেন তাহার অবস্থা অবনতি দেখে ডাক্তার গন নোয়াখালী জেনারেল হাসপাতাল প্রেরণ করেন। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।