October 2, 2023, 3:52 am
শাহিনুর রহমান শাহিন নেত্রকোনা সদর প্রতিনিধি:
১৪ ই ফেব্রুয়ারি নেত্রকোনার পৌরসভার নির্বাচন অনুষ্টিত হয় । নির্বাচনে নৌকার প্রার্থী জনাব মোঃ নজরুল ইসলাম খান ২৯,৫৬৩ ভোট পেয়ে তৃতীয় বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন । তার প্রতিদ্বন্দি বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে ৯,৯৯৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী মোবাইল ফোন প্রতীকে ১৭৯৭ ভোট পেয়েছেন।
১৪ ই ফেব্রুয়ারি রোববার রাত সাড়ে ৮ টার দিকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ এ ফলাফল ঘোষনা করেন।
বিশেষ ভাবে উল্লেখ্য যে এই পৌরসভায় প্রথম বারের মত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হয়েছে। পৌরসভার মোট ভোটার সংখ্যা ৬৭ হাজার ৪ শত ৬৫ জন । পূরুষ ভোটার ৩৩ হাজার ৩৮ জন ও নারী ভোটার ৩৪ হাজার ৪ শত ২৭ জন ।নির্বাচনে মেয়র পদে আওয়ামিলীগ,বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩ জন, কাউন্সিলর পদে ৫২ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জনসহ মোট ৬৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন । পৌরসভার ৯ টি ওয়ার্ডের মধ্যে ভোট কেন্দ্রের সংখ্যা ৩২ টি ভোট কক্ষের সংখ্যা ২০৫ টি । পূলিশ কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান সম্পন্ন নিরাপত্তার মধ্যে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে ।