December 1, 2023, 10:48 pm
মোঃ শফিউল ইসলাম (শফিক) দৈনিক সকলের বার্তঃ দুর্গাপুর নেএকোনাঃ নেএকোনা দুর্গাপুরে রেখা দেবী (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী বসত বাড়ীর রান্না ঘরের পিছনে আম গাছের ডালের সাথে ওড়না টানিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বুধবার (২১) (অক্টোবর) রাত আনুমানিক (৯)টায় দিকে কুল্লাগড়া ইউনিয়নের গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে নিহত কলেছ শিক্ষার্থী একই গ্রামের সুচিএ হাজং এর মেয়ে স্হানীয় সূত্রে জানা যায় রেখা দেবীর কিছুদিন আগে একটি বিয়ে ঠিক হয়েছিল বুধবার রাতে পরিবারের লোকজন রেখা দেবীকে তার রুমে না পেয়ে খোজা খুজি শুরু করে এক পর্যায়ে বসত বাড়ীর রান্না ঘরের পিছনে আম গাছের ডালে রেখা দেবীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ দেখতে পায় স্হানীয়রা পুলিশকে খবর দিলে এসে লাশ উদ্ধার করে এ বিষয়ে দুর্গাপুর থানার অফিচার ইনর্চার শাহনুর এ আলম মৃত্যুর সত্যতা নিশ্চিত করে এ প্রতিনিধি কে বলেন লাশ ময়নাতদন্তের জন্য নেএকোনা মর্গে প্রেরণ করা হয়েছে