December 1, 2023, 11:38 pm
মোঃ শফিউল ইসলাম (শফিক) দৈনিক সকলের বার্তাঃ দুর্গাপুর নেএকোনাঃ আজ নেএকোনা দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ ও স্হানীয় সমবায় সমিতির সদস্যদের আয়োজনে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে (০৭) নভেম্বর শনিবার নানা কর্মসুচীর মাধ্যমে এ দিবসটি পালিত হয় এ উপলক্ষে উপজেলা পরিষদ চতুর্থ থেকে সর্বস্তরের অংশ গ্রহন এক ভন্নাড রেলী শহরের প্রধান সড়ক প্রদক্ষীন শেষে হলরুমেউপস্থিত হয় বঙ্গবন্ধু দর্শণ সমবায় উন্নয়ন এই প্রতিপাদ্য সামনে রেখে আলোচনা অনুষ্ঠিত হয় আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমী) রুয়েল সাংমা সঞ্চালনায় করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন স্বাগত বক্তব্যে দুর্গাপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুলা হক বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর বতর্মান সহ সভাপতি সুমন চৌধুরী পাভেল উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ হাসিম উদ্দিন ও উপজেলা প্রকল্প বাস্ববায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ও সমবায় কর্মকর্তা সত্যরজ্ঞন দাস