September 25, 2023, 2:12 am
মিলন হোসেন নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শালবাড়ি মানিকপাঠন গ্রামের বীর মুক্তিযোদ্ধা বংশীধর পাল (৭৫) আর নেই। সোমবার (০৮ আগস্ট) বেলা সাড়ে ১টায় নিজ বাড়ীতে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে দুই মেয়ে ও নাতি-নাতনীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
মৃত বংশীধর পাল অন্ত্যেষ্টিক্রিয়া সোমবার বিকাল সাড়ে ৫ টায় নিজ পারিবারিক শ্মশানে অনুষ্ঠিত হয়। এর আগে পুলিশের একটি চৌকষ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফারুক সুফিয়ান, থানার অফিসার ইনর্চাজ(ওসি)হুমায়ূন কবির, বীর মুক্তিযোদ্ধা সুভাষ কান্ত সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মৃধা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, ভাবিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবাইদুল হক, শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহান সা প্রমুখ।