October 1, 2023, 4:35 pm
স্টাফ রিপোর্টার ফেনী :সবাই নিশ্ৰুপ । হাতে জ্বলছে মোমবাতি প্রতিবাদের অগ্নি স্বরূপ । চোখে – মুখে প্রকাশ পাচ্ছে ঘৃনা নারী নির্যাতনকারী ও ধর্ষণকারীদের প্রতি । বন্ধ হােক নারীর প্রতি সহিংসতা, এটাই সবার আকাঙ্ক্ষা । আজ মঙ্গলবার ( ৬ অক্টোবর ) বিকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে যেখানেই নারী নির্যাতন , সেখানেই প্রতিবাদ – প্রতিরােধের আহ্বান জানিয়ে এভাবে মৌন প্রতিবাদ করেছে ফেনীর ২০ টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন । এতে অংশগ্রহণ করেছে ছােট্ট শিশু হতে শুরু করে ছাত্র , যুবা , কিশাের , কিশােরী ও বয়ােজ্যেষ্ঠ নারী । সাথে ছিল হিজড়া সম্প্রদায়ের একটি দল । ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা যায় , জাতীয় পতাকার পানে করুণভাবে চেয়ে আছেন এক নারী । শিশু , কিশােরী ও নারী বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে প্রকাশ করছে ব্যতিক্রমী প্রতিবাদ । সন্ধ্যায় প্রজ্জ্বলিত মােমবাতি অন্ধকার ঠেলে আলাের আগমনী বার্তা দিচ্ছিল।
মৌন প্রতিবাদের আয়ােজনকারীদের একজন বলেন , আমরা এমন একটা সমাজ ব্যবস্থা চাই যেখানে নারীরা নির্ভয়ে চলাফেরা করতে পারবে । নারীর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধে , অবমাননার বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান । সে অবস্থানের পক্ষ নিয়েই আমাদের এই মৌন প্রতিবাদ করেছি আমরা । প্রতিবাদে অংশ ওয়েল ফেয়ার ব্লাড ফাইটার্স , হাজী পাড়া ক্রীড়া চক্র ,
প্রতিবাদে অংশ নেয়া সংগঠন গুলাে হল সহায় , প্রগ্রেস হেল্প এইড ফাউন্ডেশন বাংলাদেশ, রক্ত কণিকা বাংলাদেশ , ফেনী ব্লাড ডােনেট এসােসিয়েশন , আমরা যুবরা চাই পরিবর্তন , ওয়েল ফেয়ার ব্লাড ফাইটার্স , হাজী পাড়া ক্রীড়া চক্র , পরিবর্তন , ছাগলনাইয়া ব্লাড ডােনার্স ক্লাব , নােয়াগাঁও যুব সংগঠন , উত্তর কাশিমপুর স্বপ্নছায়া , ফেনী ফুড এন্ড ব্লাড ব্যাংকিং , নবজীবন রক্তদান ফোরাম , ফ্রেন্ড ইউনিটি ব্লাড ডােনার ক্লাব , ইয়ার নুরুল্লাহপুর , সােনাগাজী ব্লাড ডােনেট অর্গানাইজেশন , কাজীরবাগ ব্লাড ডােনেট ক্লাব এবং তারালিয়া শান্তি সংঘ ।