September 23, 2023, 1:51 am
লেখকঃ মোঃ শফিকুল ইসলাম
নারীর প্রতি সহিংসতা রোধে
আমরা বলিয়ান,
আদায় করে দিবো নারীর
অধিকার সমান।
বাল্য বিয়ে প্রতিরোধে
বদ্ধ পরিকর
আঠারো তবে যোগ্য হবে
বাঁধবে সুখের ঘর।
অসহায় আর্ত হত দরিদ্র
সুবিধা বঞ্চিত নারী
আমরা মানবতার ফেরিওয়ালা
তোমাদের অতন্দ্র প্রহরী।
অনিয়ম দুর্নীতি স্বজনপ্রীতির
মুখোস দিবো খুলে
আমরা ছুটছি অধিকার আদায়ে
নিপীড়িত নারী জাতির অনুকূলে।।
মোঃ শফিকুল ইসলাম
আহ্বায়ক,
এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন।
রাজারহাট উপজেলা শাখা।