September 23, 2023, 12:17 am

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
নন্দীগ্রামে জায়গা দখল নিতে সংখ্যালঘুদের মারধর, মাথায় হাসুয়ার কোপ চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় কোরআন শরীফ প্রদান জলঢাকায় ৪শ বোতল ফেন্সিডিল সহ ২ জন গ্রেফতার বিদ্যুৎ বিভাগের অনিয়মের ফাঁদে ফুলবাড়ীবাসী পাইকগাছায় জন্ম থেকে নিউমোনিয়ায় আক্রান্ত জমজ তিন শিশু কন্যা : অর্থ সংকটে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত নন্দীগ্রামে জায়গা দখল নিতে সংখ্যালঘুদের মারধর, মাথায় হাসুয়ার কোপ রংপুরে স্বপ্ন জেনারেল হাসপাতালে রোগীর মৃত্যু টাকা দিয়ে দফারফা রংপুরে তৃপ্তি নামে এক নারীর রহস্যজনক মৃত্যু চৌগাছা থানার নবাগত অফিসার ইনচার্জের সাথে ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের ফুলের শুভেচ্ছা বিনিময় হরিপদ কাপালী বাংলাদেশ১৯৯৬ সালে ধানের নতুন যে তিনি উদ্বোধন করেন

নারায়ণগঞ্জ এর বিস্ফোরিত মসজিদ তদন্তে বেরিয়ে এলো অবাক করা তথ্য

মোঃ শৌভন আহম্মেদ সবুজ,রুপগন্জ, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মসজিদ ট্রাজেডির ঘটনা তদন্তে বেরিয়ে এলো অবাক করা তথ্য।ঠিক যেনো কেঁচো খুঁড়তে সাপ বেরোনোর মতো ঘটনা। তিতাসের খোঁড়াখুঁড়ি তে বেরিয়ে এলো ওয়াসার ৩৬টি অবৈধ পানির লাইন।তবে এই লাইন গুলো কোন বাড়ির তা সনাক্ত করা যায় নি। পরে সেই অবৈধ লাইনগুলো বিছিন্ন করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ওয়াসার কর্মকর্তা বলেন, এখানে মোট ৩৬টা অবৈধ লাইন আছে , তাছাড়া এখানে গোপনে আরো কিছু অবৈধ লাইন আছে , তবে লাইন কাটার পর কোনো বাড়ির মালিক সেই লাইন জুরাতে আসেনি । তিনি আরো বলেন যেহেতু এটা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আওতাধীন তাই এই বিষয়ে প্রকৌশলী মোঃ আজগর হোসেনকে অবহিত করা হয়েছে।

গত দুই দিন হলো সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তবুও কেউ সংযোগ পুনঃ স্থাপনের জন্য আবেদন করেনি ।এমনকি স্বীকার ও করেনি কোনটা কার লাইন। তারা ভাবছে যদি মসজিদ ট্রাজেডির মামলায় ফেঁসে যায় এজন্য কেউ স্বীকার করছে না কিভাবে পেলো তারা এই অবৈধ লাইন।

এবিষয়ে জানতে চাইলে প্রকৌশল আজগর আলী জানান এলাকার কেউ কেউ বলছেন এগুলো বৈধ আবার কেউ বলছে অবৈধ।তাই তদন্ত সাপেক্ষে পুনরায় সংযোগ স্থাপন করে চেক করে দেখতে হবে কোনটা কার বাড়ির লাইন।
উল্লেখ্য গত ৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ তললায় মসজিদে বিস্ফোরণ এর ঘটনায় অভিযোগ উঠে তিতাসের উপর ।তাই তিতাসের খোঁড়াখুঁড়ি তে বেরিয়ে এলো ওয়াসার অবৈধ প্রায় ৩৬ টি পানির লাইন।

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com