December 1, 2023, 11:21 pm
মোঃ শৌভন আহম্মেদ সবুজ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
গত কাল রাত সোয়া নয়টার দিকে নারায়ণগঞ্জ এর ফতুল্লায় তল্লা এলাকায় তল্লা বড় মসজিদে এসি বিস্ফোরণ হয় ।এতে একজন শিশু সহ প্রায় ৪০জন আহত হয় পরে আহতদের কে পার্শ্ববর্তী মেডিকেল সহ ঢাকা মেডিকেল এ ভর্তি করা হয়।
শুক্রবার এশার নামাজের সময় ঘটে এই দুর্ঘটনা। এই দুর্ঘটনায় কুমিল্লার এক জন মোয়াজ্জেম নিহত হন। পরে আজ সকালে সেখানে গিয়ে দেখা গেছে এসি পুড়েনাই পুড়েছে শুধু এসির ফ্লিটার। মসজিদে তেমন কোনো আসবাব পত্র না থাকলেও পুড়েগেছে প্লাস্টাকের চেয়ার ,জানালার গ্লাস, ও মসজিদে দেয়ালে লাগানো টাইস। এলাকার এক মুসললির ভাষ্যমতে জানাযায় ওই মসজিদের সব গুলো এসি একি সকেটে চলছিল ।তাই ধারনা করা হচ্ছে ওভার লোডের কারনেই ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা।
এতো কিছু পুড়লেও পুড়েনি মসজিদে থাকা কোরআন শরীফ। শনিবার সকালে সরোজমিনে গিয়ে এসব খবর নেয়া হয় ।ওই সময় একসার্কিটে ছয়টি এসি লাগানোর বিষয়ে সকলের বার্তার কাছে অভিযোগ দেন এলাকার একজন মুসল্লি। আরো এক মুসল্লি বলেন পোড়া চেয়ারগুলোতে মানুষের চমড়া লেগে ছিলো।
এবিষয়ে জানতে চাইলে মসজিদের কমিটির কেউ কথা বলতে রাজি হয়নি।