December 1, 2023, 11:19 pm
নামুজা ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান পদে পদপ্রার্থী মোকলেছার রহমান (মোকসেদ)
বগুড়া সদর উপজেলার আগামী নামুজা ইউনিয়ন নির্বাচনে সাম্ভাব্য চেয়ারম্যান পদে পদপ্রার্থী জনাব মোকলেছার রহমান মোকসেদ
সামনে আসছে স্থানীয় প্রতিনিধি নির্বাচন,আর এই নির্বাচনে নির্বাচন করবেন
বগুড়া জেলা সদরের নামুজা ইউনিয়নের গরীব দুঃখী অসহায় খেটে খাওয়া মানুষের আপনজন ও বিশিষ্ট সমাজ সেবক জনাব মোকলেছার রহমান মোকসেদ।
মোকসেদ ভাইকে চেয়ারম্যান হিসাবে দেখতে চায় নামুজা ইউনিয়নবাসী৷
ইতিপূর্বে প্রবীণ রাজনীতিবিদ মোকসেদ ভাই সমস্ত ওয়ার্ডের সকল শ্রেনীর মানুষের কাছে গিয়ে সাম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীতা জানান দিচ্ছেন ও খেঁটে খাওয়া অসহায় মানুষের প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছেন ৷
তিনি সাধারন মানুষের মতেই আগামী নামুজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করবেন৷
তিনি একজন সৎ ও যোগ্য প্রার্থী মনে করেন ৷
আগামী নির্বাচনে মোকলেছার রহমান মোকসেদ ভাইকে চেয়ারম্যান হিসাবে দেখতে চায় নামুজা ইউনিয়নবাসী।
স্টাফ রিপোর্টার,দৈনিক সকলের বার্তা ৷