September 25, 2023, 2:54 am

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ঝিনাইদহে বিকাশ, রকেট, নগদ, উপায় প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার রাস্তা প্রশস্তকরণ সম্পন্ন হলে পাল্টে যাবে মহাদেবপুর কলাপাড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে প্রেসক্লাব চত্তরে মানববন্ধন সুদের টাকা দিতে না পারায় কৃষককে শিকলে বেঁধে নির্যাতনকারী, গ্রেফতার ০১ ডিবি পুলিশের অভিযানে গাঁজা,ইয়াবা দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সুদের টাকা না দেয়ায় দিনমজুরকে শিকলবন্দী বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কলাপাড়া উপজেলার শাখার আহবায়ক কমিটি গঠন ঈশ্বরদীতে আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত ঈশ্বরদীতে দৈনিক বিজয় পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

নাটোর-০৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী

এনামুল হক -নাটোর প্রতিনিধিঃ
নাটোর-০৪ এর উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি প্রবীন নেতা সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী।

গত ৩০শে আগস্ট নাটোর-০৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের ৫ বারের নির্বাচিত এমপি আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস মারা যাওয়ায় আসনটি শুন্য হয়।

গত বৃহস্পতিবার(৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম
আগামী ১১ অক্টোবর উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।
আর তখনই আনাগোনা শুরু হয়েছে কে হবেন নাটোর-০৪ এর উপনির্বাচনে নৌকার মাঝি।

নাটোর-০৪(গুরুদাসপুর- বড়াইগ্রাম) আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা দলীয় প্রার্থী হিসেবে প্রবীন নেতা সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী কে দেখতে চান।

তারই ধারাবাহিকতায় নাটোর- ০৪ উপনির্বাচনে সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী আওয়ামী লীগের মনোনয়ন ফরম উত্তোলন করেছেন এবং শতভাগ আশাবাদী তিনিই আওয়ামী লীগের মনোনয়ন পাবেন। তিনিই হবেন নৌকার মাঝি। তিনি বর্তমানে নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাটোর জেলা আওয়ামী লীগ এবং সাবেক সভাপতি উপজেলা আওয়ামী লীগ।
পারিবারিক ইতিহাস ঐতিহ্য অনুযায়ী ৪নং মশিন্দা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মরহুম মতি সরকারের হাত ধরে পারিবারিকভাবেই রাজনীতিতে পথ চলা। সরকার এমদাদুল হক মোহাম্মদ আলীর ১৯৭৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের কঠিন দুঃসময়ে নাটোরের সাবেক গভর্নর ও বঙ্গবন্ধুর রাজনৈতিক ব্যক্তিত্ব ৪৯ নম্বর সদস্য হিসেবে সংগঠনিক দায়িত্ব পালন করেন। ১৯৯০ সাল থেকে ০৩ মেয়াদে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ গুরুদাসপুর উপজেলা শাখার সভাপতি দায়িত্ব পালন করেন। দলকে সুসংগঠিত করনসহ স্বৈরাচার বিরোধী সকল গণত্রান্তিক আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব প্রদান করেন। ১৯৮৪ সালে অনুষ্ঠিতব্য ৪ নং মশিন্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে। ১৯৯২ সাল থেকে ৪ বার মশিন্দা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করে গুরুদাসপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হন এবং ২০১৪ সাল পর্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
১৯৮৬ সাল থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সকল জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিতকরণে মুখ্য ভূমিকা পালন করেন। বাংলাদেশ আওয়ামী লীগের চরম দুঃসময় গুরুদাসপুর থানার ০৬টি ইউনিয়ন, ০১টি পৌরসভা ও ৭২ টি ওয়ার্ড কমিটি সুসংগঠিত ভিত্তির উপর দাঁড় করান।
২০০৩ সাল থেকে নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে এবং বর্তমান নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য সদস্য হয়ে জেলার প্রত্যেকটি উপজেলায় আওয়ামী লীগের শক্তিশালী সাংগঠনিক অবস্থান তৈরিতে মুখ্য ভূমিকা পালন করেন। ১/১১ এর কঠিন দুঃসময়ে প্রধানমন্ত্রীকে কারামুক্ত করার লক্ষ্যে গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে পুলিশি হয়রানি সহ৷ বিভিন্ন মিথ্যে মামলার আসামি হয়ে পুলিশ নির্যাতনের শিকার হয়।

সামাজিক কর্মকাণ্ড ও অন্যান্য অবদানঃ

১/শিকারপুর গুলিনুর ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি
২/শিকারপুর কৃষি কারিগরি বহুমুখী উচ্চ বিদ্যালয় সভাপতি
৩/মশিন্দা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি
৪/ গুরুদাসপুর উপজেলা ডায়াবেটিস হাসপাতালে প্রধান উপদেষ্টা
৫/গুরদাসপুর উপজেলা একাডেমীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন ছাড়াও স্থানীয় অসংখ্য সমাজসেবামূলক কর্মকাণ্ড ও প্রতিষ্ঠানে জীবনের শুরু থেকে সহযোগিতা করে আসছেন

গুরুদাসপুর -বড়াইগ্রামর আওয়ামীলিগের নেতৃবৃন্দ সহ সাধারন জনগন আগামী উপনির্বাচনে নৌকার মাঝি হিসাবে সরকার এমদাদুল হক মোহাম্মদ আলীকে দলীয় মনোনয়ন দিবেন বলে আশাবাদী।

এছাড়াও নাটোর-০৪ এ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি এমপি কন্যা কোহেলি কুদ্দুস মুক্তি,
বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, গুরুদাসপুর পৌর মেয়র শাহ নেওয়াজ মোল্লা ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আহাম্মদ আলী,
গুরুদাসপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com