September 25, 2023, 2:22 am

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ঝিনাইদহে বিকাশ, রকেট, নগদ, উপায় প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার রাস্তা প্রশস্তকরণ সম্পন্ন হলে পাল্টে যাবে মহাদেবপুর কলাপাড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে প্রেসক্লাব চত্তরে মানববন্ধন সুদের টাকা দিতে না পারায় কৃষককে শিকলে বেঁধে নির্যাতনকারী, গ্রেফতার ০১ ডিবি পুলিশের অভিযানে গাঁজা,ইয়াবা দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সুদের টাকা না দেয়ায় দিনমজুরকে শিকলবন্দী বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কলাপাড়া উপজেলার শাখার আহবায়ক কমিটি গঠন ঈশ্বরদীতে আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত ঈশ্বরদীতে দৈনিক বিজয় পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

নাটোর সিংড়ায় নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

এনামুল হক-নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ার আত্রাই নদীতে গান ও বৈঠার তালে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার বিকালে (১৫ সেপ্টেম্বর) চলনবিলে এ নৌকা বাইচ উৎসবের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক।

এ সময় নৌকা বাইচ দেখতে নদীর দু-পাড়ে হাজারও মানুষের ঢল নেমেছে। সকাল থেকেই দূর-দূরান্ত থেকে আসতে থাকে দর্শনার্থীরা। অনেকে পরিবার, প্রিয়জন ও বন্ধুদের সঙ্গে নৌকা বাইচ উপভোগ করতে এসেছেন। বাড়িতে জামাই-মেয়ে ও আত্মীয়-স্বজনদের নিয়ে এক মিলন মেলায় পরিণিত হয়। বাড়িতে বাড়িতে চলছে পিঠা-পায়েসসহ নানা পদের খাবারের আয়োজন। বাড়ির বৌ-ঝিয়েরা কাজ শেষ করে নদীর পাড়ে জমে বসেছেন। আনন্দ ও উল্লাসে মেতে উঠেন তরুণ ও তরুণীরা।

চলনবিল নৌকাবাইচ উৎসব বাঘাবাড়ী, শাহজাদপুর, সিরাজগঞ্জ, উল্লাপাড়া, পাবনাসহ বিভিন্ন এলাকা থেকে প্রায় অর্ধশত ছোট-বড় নৌকা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

চলনবিল নৌকাবাইচ উৎসবের আমেজ নেই বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রুহুল আমিন জানান, চলনবিল নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন জেলার ছোট-বড় মিলে প্রায় অর্ধতাধিক নৌকা অংশগ্রহণ করছে। পুরো চলনবিলেরর মানুষ উৎসবে মেতেছেন। নদীর দু-পাড়ে মিলনমেলায় পরিণত হয়েছে। বিভিন্নস্থান থেকে হাজার হাজার দর্শনার্থীরা এসেছেন।

এ নৌকা বাইচ উৎসবে প্রতিয়োগিতায় বিজয়ী দল জয় এক্সপ্রেসকে ১৬৫ সিসি একটি মোটরসাইকেল দেয়া হয়। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে বড় ফ্রিজ ও টেলিভিশন উপহার দেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়া, পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম,সিংড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com