December 1, 2023, 2:14 pm
এনামুল হক,নাটোর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে পুকুর থেকে সিরাজুল ইসলাম নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নতুনপাড়া এলাকায় রাশিদুল ইসলামেরর একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।সিরাজুল ইসলাম উপজেলার গোপীনাথপুরের মৃত সিফাত আলীর ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায় ,সিরাজুল ইসলাম পেশায় একজন দর্জি ছিলেন। গুপিনাথপুর পূর্বপাড়া গ্রামের মৃত-সেফাত মাস্টারের ছেলে তিনি। আনুমানিক ৭ বছর পূর্বে সিরাজুল ইসলাম ব্রেন স্টোক করে অসুস্থ্য হয়। তারপর থেকেই মানসিক ভারসাম্যহীনের মত আচরন করতে থাকে। রোববার খুব সকালে নতুনপাড়া মহল্লার একটি পুকুর পাড়ে বৃদ্ধের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। ব্রেন স্টোক করেও মারা যেতে পারেন বলে ধারনা করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাঃ মনোয়ারুজ্জামান বলেন, খবর পাওয়ার পর মরদেহটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারন জানতে তদন্ত চলছে।