September 23, 2023, 12:21 am
মোঃ রাজিব হোসেন।
(স্টাফ রিপোর্টার টাঙ্গাইল)
টাঙ্গাইলের নাগরপুরে অজ্ঞাতনামা বয়সী এক মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বেকড়া ইউনিয়নের বারাপুষা দক্ষিণ পাড়ার জয়নুদ্দির বাড়ির উত্তর পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, ‘অপরিচিত বয়সী এক মহিলা জয়নুদ্দির বাড়ির উত্তর পাশের সরিষা ক্ষেতের আইলে পড়ে রয়েছে’ এলাকাবাসীর এমন তথ্যে ৭ নং ওয়ার্ডের সদস্য রাজ্জাক বেকড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. শওকত হোসেনের পরামর্শে স্থানীয়দের নিয়ে মহিলাকে নিয়ে দ্রুত সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা মো. রোকুনজ্জামান খান বলেন, মহিলাটিকে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
এ বিষয়ে নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান বলেন, আমরা অজ্ঞাতনামা মাঝ বয়সী এক মহিলার পড়ে থাকার খবরে তাকে বাঁচতে হাসপাতালে নেয়া হয়। ঘটনাস্থল পরিদর্শন করে তার পরিচয় নিশ্চিত হতে আমারা সিআইডিসহ বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ করেছি।
প্রায় ৫০ বছর বয়সী এই মহিলার মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়না তদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে।