December 1, 2023, 12:59 pm
নরসিংদী জেলা থেকে আবু নাঈম রিপন: নরসিংদী শিবপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন।১৭ নভেম্বর শিবপুর উপজেলার কুনদার পাড়া এলাকায় এই গণধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনার পরদিন বুধবার ১৮ নভেম্বর শিবপুর মডেল থানায় মামলা গণধর্ষণের অভিযোগ দায়ের করেন নিযাতিতা নারী।
ওইদিন রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুইজন কে গ্ৰেফতার করেন শিবপুর মডেল থানার পুলিশ।গ্ৰেফতারকৃত আসামিরা হলেন, আক্তার হোসেন (৩০) রায়পুরা সাহেরচর এলাকার মোমরোজ খানের ছেলে অপরজন এক ই এলাকার জামির আলীর ছেলে রহিম খান (৩২)
অভিযুক্ত মোমেন ওরফে মোনায়েম খাঁন (২৬) এখনও পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননী ওই নারী , নরসিংদী জেলা সদরের একটি মোমবাতি কারখানায় কাজ করতেন,এর ই সুবাদে সালমা আক্তার নামে এক নারীর সাথে পরিচয় হয়।এর ই সূত্র ধরে সালমার ভাই আক্তার হোসেন এর সাথে মোবাইলে সখ্যতা ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।গত ১৭ নভেম্বর বিয়ের প্রলোভনে ফেলে বাড়ী থেকে ডেকে নিয়ে আসে অভিযুক্ত আক্তার হোসেন।
পরে দুই সহযোগী সহ সিএনজি যোগে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে, শিবপুর উপজেলার কুন্দারপাড়ার নির্জন স্থানে ধান ক্ষেতে জোড় পূর্বক গণ ধর্ষণ করে এবং হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।
ঘটনার পরদিন বুধবার তিনজনকে আসামি করে শিবপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন নির্যাতিতা নারী। অভিযুক্ত দুইজন কে গ্ৰেফতার করলেও অারেক আসামি পলাতক রয়েছেন,
এ ব্যাপারে শিবপুর মডেল থানার ওসি (তদন্ত) আবুল কালাম জানান, নির্যাতিতা নারী কে পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।অপর আসামি কে ধরতে পুলিশী অভিযান অব্যাহত থাকবে বলে জানান।