September 23, 2023, 1:40 am
আজমল ভূইয়া: করোনাকালীন পরিস্থিতিতে নরসিংদী জেলার সাংবাদিকদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ৩ অক্টোবর শনিবার সকাল ১১ ঘটিকায় নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে এ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নরসিংদী জেলা শাখার সভাপতি সৈয়দ ফারহানা কাউনাইন।
নরসিংদী প্রেস ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম(বার), পিপিএম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, রিপোর্টার্স ইউনিটের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক মনিরুজ্জামান লিটন, নরসিংদী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. খন্দকার আতাউর রহমান শাহীন, ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ মতিউর রহমান মৃধা, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবু নিবারণ বাবু প্রমুখ।