December 1, 2023, 11:58 pm
নরসিংদী জেলা,আবু নাঈম রিপন:
নরসিংদী শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মিয়ার গাঁ ১ নং ওয়ার্ড খালপাড় এলাকায় সিরাজ খন্দকার (৫২)এর বাড়ীতে চাঁদার দাবিতে গত ২৫তারিখরোববার ভোরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ইব্রাহীম(৫০)আব্দুর ছালাম,(৫২)মিজান খন্দকার (৪০) নজরুল খন্দকার (৩৭) আবদুল্লাহ (২৮)হাছেন(২৭) হোসেন (২৫) বিল্লাল (৪০) মোহাম্মদ ভূঁইয়া (৪৫) জানু মোল্লা (৫০)আল আমিন (৪৮) ওসমান (৫০) বাড়ীঘরে হামলা চালায়,সে সময়বাড়ীতে কোন পুরুষ মানুষ না থাকায় সিরাজ খন্দকার এর স্ত্রী মোছলেমা বেগম এর উপর বেধরক মারপিট ও অমানুষিক নির্যাতন চালায়।এতে করে গুরুতর আহত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকে।
সূত্র মতে জানা যায়, সিরাজ খন্দকার এর মেয়ে ফাতেমা বেগম কে গত দুই মাস পূর্বে ব্যাবসায়ী লিটনের সাথে বিয়ে হয়। উক্ত বিয়ের পর থেকেই এই সংঘবদ্ধ চক্র টি আরো বেপোরোয়া হয়ে উঠে। ফাতেমার জামাই লিটন শ্বশুর বাড়িতে বেড়াতে আসলে উক্ত সন্ত্রাসী চক্র টি আনুমানিক ১২ টার দিকে অস্ত্রের মুখে বাড়ী থেকে ধরে নিয়ে পাশের সাধারচর গ্ৰামের খোরশেদ এর কলা বাগানে নিয়ে অস্ত্র ঠেকিয়ে মোবাইলে বিকাশে ১১হাজার টাকা ও মোবাইল সেট টি নিয়ে নেয়।
পরে তাকে বাড়ীতে নিয়ে আসে। এবং আরো৭০ হাজার টাকা দাবী করে,নাহলে মেয়ের জামাই কে মেরে ফেলবে, এবং মেয়েকে তুলে নিয়ে যাবে। নিরুপায় হয়ে সিরাজ খন্দকার ঘরে থাকা৩২ হাজার টাকা তুলে দিয়ে মেয়ের জামাই কে মুক্ত করেন।৭০ হাজার টাকা পরেনিতে আসবে বলে জানায়।
এবং ননজুডিশিয়াল স্টাম্পে মেয়ের জামাই, লিটন ও শ্বাশুড়ি মোছলেমা বেগম এর স্বাক্ষর নিয়ে যায়।
এ ব্যাপারে শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে শিবপুর মডেল থানার এস আই , আফজাল ঘটনা স্থল পরিদর্শন করেন, গুরুতর আহত অবস্থায় স্বানীয় সাংবাদিকরা গত ২৫ অক্টোবর মোছলেমা বেগমকে উদ্ধার করে শিবপুর সরকারী হাসপাতালে ভর্তি করে।
উক্ত ঘটনায় এলাকাবাসী সন্ত্রাসী চক্র টির ভয়ে মুখ খুলতে নারাজ।
উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।