October 2, 2023, 4:50 am
মোঃ সাহরিয়ার কবির,রিপোর্টার(নবাবগঞ্জ উপজেলা):
তাশুল্লা বাংলাবাজার তরুণ সমাজের আয়োজনে ভাষা শহীদদের স্মরনে মাদক বিরোধী ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়েছে।
১লা ফেব্রুয়ারী সোমবার বিকাল ৫টায় ঢাকার নবাবগঞ্জ বাংলাবাজার তাশুল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার বসাকের সভাপতিত্বে তাশুল্লা উচ্চ বিদ্যালয় মাঠে তাশুল্লা বাংলাবাজার তরুণ সমাজের আয়োজনে ভাষা শহীদদের স্মরন মাদক বিরোধী ব্যাডমিন্টন খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু । খেলায় উদ্ভোদন করেন পলাশ চৌধুরী সভাপতি নবাবগঞ্জ উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, যন্ত্রাইল ইউ.পি চেয়ারম্যান বাবু নন্দলাল সিং, নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাকিব, আওয়ামিলীগ নেতা খৈইমদ্দিন,যুবলীগ নেতা মোঃ ফারুক, যুবমহিলা লীগ নেএি মেগলা ইসলাম ও কৃষিবিদ প্রদীপ কুমার ও তাশুল্লা উচ্চ বিদ্যালয় শিক্ষকসহ স্থানীয় প্রতিনিধিগন।