December 1, 2023, 10:04 pm
রাকিব চৌধুরী, টুংগীপাড়া প্রতিনিধি।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেদায়েতুল ইসলাম ফুলের শুভেচ্ছা জানিয়েছেন টুংগীপাড়া উপজেলার কর্মরত সাংবাদিকরা। বৃহস্পতিবার(৫ নভেম্বার) বিকাল সাড়ে ৪টায় টুংগীপাড়া প্রেসক্লাবের সদস্যরা উপজেলা পরিষদ অফিস কক্ষে এ শুভেচ্ছা জানানো হয়।
উপস্থিত সাংবাদিকদের টুংগীপাড়ার উন্নয়নে সহযোগিতা কামনা করেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী এই কর্মকর্তা।
এ সময় টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কমরেড মেহেদী হাসানের সঞ্চালনায় সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম, টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি বিএম মাহামুদুল হক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান শেখ, সহ-সভাপতি শেখ শাহানেয়াজ শাহিন, প্রচার সম্পাদক সজল সরকার, টুঙ্গিপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক মনির হোসেন, দপ্তর সম্পাদক সুমন শেখ, নির্বাহী সদস্য বাইজীদ হোসেন সা’দ, মুলতান মোল্লা, রাকিব চৌধুরী,রকিবুল ইসলাম সহ প্রমূখ উপস্থিত ছিলেন