October 1, 2023, 3:34 pm
(শাহীন সাজু) স্টাফ রিপোর্টারঃ
নন্দীগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ড এর ভোটাররা আমাকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করলে ১নং ওয়ার্ড আধুনিকায়ন, রাস্তা-ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পানি নিষ্কাশন, বিশুদ্ধ পানি সরবরাহ, পরিস্কার-পরিচ্ছন্ন ওয়ার্ড উপহার দিতে চাই। শুধু তাই নয় আমি নির্বাচিত হলে আমি আমার ১নং ওয়ার্ড কে ডিজিটাল ওয়ার্ড উপহার দিতে চাই। আগামী পৌর নির্বাচনে পূনরায় সম্ভব্য কাউন্সিলর পদে নির্বাচিত হতে সকলের সহযোগীতা দোয়া ও ভোট চেয়েছেন নন্দীগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাইদুল ইসলাম (মিলন)। তিনি মুরব্বি ও যুবকদের সাথে নিয়ে তার নির্বাচনী এলাকা (ফোকপাল-কালিকাপুর) ১নং ওয়ার্ড গণসংযোগ করে এসব প্রতিশ্রুতি দেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন মোস্তফা, আঃমালেক, জয়, রাকিব, ফিরোজ, সাগর, আল-আমিন, বকুল (প্রমুখ)।