September 23, 2023, 2:00 am
শাহীন আলম সাজু, স্টাফ রিপোর্টারঃ-
নন্দীগ্রামে আকলিমা খাতুুন নামের মানসিক ভারসাম্যহীন যুবতি নিখোঁজ এর ঘটনা ঘটেছে।
জানা যায়, গত ২৮শে ফেব্রুয়ারি শনিবার নন্দীগ্রাম উপজেলার চাকলমা গ্রামের মোঃ আজিজুর রহমানের ছোট মেয়ে মোছাঃ আকলিমা খাতুন (২০) আনুমানিক দুপুর আড়াই ঘটিকা সময় বাড়ি থেকে বের হয়। তার পর থেকে বাড়ি ফিরে না আসায় আত্বীয়-স্বজন এর বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। আকলিমা খাতুনের মা রাহেনা খাতুন ২রা মার্চ নন্দীগ্রাম থানায় হারিয়ে যাওয়ায় একটি সাধারণ ডায়েরী করেন। বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল কালো রং এর বোরখা, হাতে সাইড ব্যাগ (ঘি রং) ও বড় একটা কাপড়ের ব্যাগ (গাঢ় ব্লু) ছিলো। সে মানসিক ভারসাম্যহীন এবং উগ্র মেজাজী ছিলো।
যদি কেহ তার সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৩১১৮৮৪৯১৪ (আকলিমার মা) এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।