October 1, 2023, 4:22 pm
আবু তাহের নন্দীগ্রাম বগুড়া:
বগুড়া জেলা নন্দিগ্রাম উপজেলা ৩নং ভাটরা ইউনিয়নে ২নং ওয়ার্ডে মুরারিদিঘী হাফেজিয়া মাদ্রাসায় নিজ তহবিল থেকে আর্থিক সহযোগিতা করলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বুলবুলী আখতার ( বেদেনা)।
এ সময় অত্র মাদ্রাসার সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী সাহেবের হাতে এই আর্থিক তুলে দেন।
এ সময় তিনি বলেন আমি আপনাদের মাঝে প্রায় দির্ঘ পাঁচটি বৎসর আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিয়েছেন সে ঋন আমি কোন দিন শোধ করতে পারব না। আমার কোন ভুল ক্রটি হয়ে থাকলে আপনাদের বোন হিসাবে ক্ষমা করে আবার ও আগামি নির্বাচনে আপনারা দয়া করে আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করে সেবা করার সুযোগ দিবেন। এটাই আপনাদের নিকট প্রত্যাশা করছি।
পরিশেষে তিনি সকলের নিকট দোয়া ও আর্শিবাদ কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সদষ্য মোঃ মখলেছুর রহমান যোয়ারদার, মোঃ খাদেম আলী সরদার, মোঃ ফজের আলী প্রাং, মোঃ ছামাদ আলী সরদার, মোঃ বজলুর রহমান মল্লিক, মোঃ ফরিদ উদ্দিন প্রাং, গ্রাম পুলিশ মোঃ ওমেদ আলী এছারা উপস্থিত ছিলেন গ্রামের গন্য মান্য ব্যাক্তি বর্গ বৃন্দ।