September 25, 2023, 3:20 am
বিশ্বজিৎ চন্দ্র সরকার ( ক্রাইম স্টাফ রিপোর্টার গোপালগঞ্জ)।।।
নতুন ভোটারের নিবন্ধন কার্যক্রম চলছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ইউনিয়ন পরিষদে, সেখানে প্রয়োজনীয় কাগজপত্র যেমন, নতুন ভোটার উপোযোগী সকলের জন্মসনদের ফটোকপি, পিতা – মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি, পড়ালেখা করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার কপি। মহিলা হলে এগুলোর সঙ্গে স্বামীর ভোটার আইডি কার্ডের ফটোকপি। মোবাইল নাম্বার। উল্লেখ্য বিষয় যেটি সকল নতুন ভোটার আইডি কার্ড প্রাপ্তির জন্য একটি স্লিপ প্রদান করা হয়,ভোটার আইডি কার্ড গ্রহণের সময় এ স্লিপটি সহায়ক ভূমিকা পালন করবে বলে জানা যায়। এ কার্যক্রম যাতে ব্যহত না হয় সেজন্য পুলিশের সদস্য উপোস্থিত থাকে।