December 1, 2023, 10:45 pm
দেবব্রত মন্ডল ক্রাইম রিপোর্টার মনিরামপুর যশোর:
নওয়াপাড়ায় ইফটিজিএর দায়ে আলামিন শেখ 26 নামে এক যুবকের 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার বিকালে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার( ভূমি ) কে এম রফিকুল ইসলাম এ রায় দেন। আলামিন শেখ পৌরসভার 7 নং ওয়ার্ডের তালতলা গ্রামের হারূন মোল্লার ছেলে। অভয়নগর থানা সূত্রে জানিয়েছেন তালতলা গ্রামে কলেজ পড়ুয়া এক মেয়েকে ইফটিজিং করার সময় এলাকার মহিলারা আলামিন শেখ নামে এক যুবককে আটকে রেখেছে এমন খবর পাওয়া যায়। পরে আটক যুবককে উদ্ধার করে সহকারী কমিশনার ( ভূমি ) কার্যালয়ে নেওয়া হলে বিচারক 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।।