October 1, 2023, 3:56 pm
১৭ ই সেপ্টেম্বর মহান শিক্ষা দিবসের চেতনায় – শিক্ষার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মহান শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নওগাঁ শহর কমিটির উদ্দ্যোগে আজ সকাল ১১ টায় শহরের মুক্তির মোড় শহিদ মিনার চত্বরে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। মিজানুর রহমানের সভাপতিত্বে ও জীবন সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)জেলার আহ্বায়ক জয়নাল আবেদীন মুকুল, ছাত্র ফ্রন্ট শহর কমিটির অন্যতম সদস্য রোকুনজ্জামান শিশির। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাসদের সদস্য সচিব মঙ্গল কিসকু,শ্রমিক ফ্রন্টের সাধারন সম্পাদক শমসের মোল্লা,ছাত্র ফ্রন্ট জেলার সাবেক সভাপতি সুমন মন্ডল,সংগঠক পলাশ বর্মন, মহাদেবপুর উপজেলার সাধারণ সম্পাদক জয়,মান্দা উপজেলার সংগঠক শীতল মালপাহাড়ী,ছাত্র ফ্রন্ট সংগঠক রবিউল, অপূর্ব সরকার, সুব্রত প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৬২ সালের শরীফ নীতিই বারেবারে এসেছে নতুন মোড়কে। সর্বশেষ ” জাতীয় শিক্ষানীতি-২০১০”ও এর বাইরে নয়।১৭ সেপ্টেম্বর বাবুল ওয়াজীউল্লাহর রক্তের মাধ্যমে যে চেতনার উন্মেশ হয়, সেই চেতনায় সর্বজনীন – বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থার জোড় দাবি জানায়। এবং একই সাথে বক্তারা, শিক্ষা কে বাজারের পূর্ণে পরিনত করা,শিক্ষা বাণিজ্য, বেসরকারিকরণ-সংকোচনকরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।