September 23, 2023, 1:54 am

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
নন্দীগ্রামে জায়গা দখল নিতে সংখ্যালঘুদের মারধর, মাথায় হাসুয়ার কোপ চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় কোরআন শরীফ প্রদান জলঢাকায় ৪শ বোতল ফেন্সিডিল সহ ২ জন গ্রেফতার বিদ্যুৎ বিভাগের অনিয়মের ফাঁদে ফুলবাড়ীবাসী পাইকগাছায় জন্ম থেকে নিউমোনিয়ায় আক্রান্ত জমজ তিন শিশু কন্যা : অর্থ সংকটে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত নন্দীগ্রামে জায়গা দখল নিতে সংখ্যালঘুদের মারধর, মাথায় হাসুয়ার কোপ রংপুরে স্বপ্ন জেনারেল হাসপাতালে রোগীর মৃত্যু টাকা দিয়ে দফারফা রংপুরে তৃপ্তি নামে এক নারীর রহস্যজনক মৃত্যু চৌগাছা থানার নবাগত অফিসার ইনচার্জের সাথে ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের ফুলের শুভেচ্ছা বিনিময় হরিপদ কাপালী বাংলাদেশ১৯৯৬ সালে ধানের নতুন যে তিনি উদ্বোধন করেন

নওগাঁয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীন

নওগাঁ নিউজ ডেস্কঃ অাজ বুধবার, ১৪ ই অক্টোবর, নওগাঁ জেলার বড় বাজার ঘুরে জানা যায় প্রতি কেজি চাল ৫৮ টাকা,
সিম ১৬০ টাকা,
কাঁচা মরিচ ২৪০ টাকা,
ধনিয়া পাতা ২৪০ টাকা,
টমেটো ১৩০ টাকা,
বেগুন ১০০-১২০টাকা কেজি।
ফুলকপির দাম ১৪০ টাকা (কেজি),
পিঁয়াজ প্রতি কেজি ১০০ টাকা,
আদার কেজি ২৫০ টাকা।
আলু ৫০, পেঁপে ৪৫,
পটল ৭০, বরবটি ৭০,
তিতা করলা ৬০ টাকা ও ছোট মারপা খিরা ৫৫টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এক খুচরা বিক্রেতা আমাদের জানান বন্যার কারণে সবজি নষ্ট হয়েছে, তাই বাজারে সবজির ঘারতি রয়েছে। অপরদিকে ক্রেতাদের অভিযোগ দাম বাড়ানোর অজুহাত খোঁজেন ব্যবসায়ীরা। একজন ক্রেতা আমাদের বলেন “আমি আমার জন্মের পর থেকে কোনদিন শুনি নাই ১কেজি আলু ৫০টাকা।
কিভাবে একটা মধ্যবিত্ত পরিবার নিত্যনৈমিত্তিক জিনিসপত্র কিনে জীবনযাপন করবে?”

১৪/১০/২০

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com