December 1, 2023, 10:49 pm
নওগাঁ নিউজ ডেস্কঃ সারাদেশে অব্যাহত নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে শাহাবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ পর্যন্ত লংমার্চ কর্মসূচী ফেনী জেলায় আসলে ছাএলীগ,যুবলীগ ও পুলিশী হামলার প্রতিবাদে আজ শনিবার ১৭ ই অক্টোবর শহরের ব্রিজের মোড়ে বেলা ৪ টায় বাধা উপেক্ষা করে প্রগতিশীল ছাত্র জোটের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরু ও শেষে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি বাহাদুরের নেতৃত্বে ২ দফায় হামলা ও ভাঙচুর চালায় ছাএলীগ। এতে ব্যানার, মাইক ভাঙচুর ও ভিডিও ধারণ করতে গেলে প্রগতিশীল ছাত্র জোটের একনেতার মোবাইল ভেঙে ফেলে ছাত্রলীগ কর্মীরা। প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক শামীম আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র মৈত্রী জেলার আহ্বায়ক মিজানুর রহমান ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শহর শাখার আহ্বায়ক মিজানুর রহমান। বক্তারা লংমার্চে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং দোষীদের শাস্তির দাবি জানায়।
১৭/১০/২০