October 1, 2023, 4:34 pm
স্টাফ রিপোর্টার, নওগাঁ ( মিজানুর রহমান): বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও দুনিয়া কাপানো রুশ বিপ্লবের ১০৩ তম বার্ষিকী উপলক্ষে বাসদ মহাদেবপুর উপজেলা শাখার ঘন্টাব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ ২৪ শে নভেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় নওগাঁর মহাদেবপুর উপজেলার মাছ চত্বরে অনুষ্ঠিত সমাবেশ মহাদেবপুর উপজেলা বাসদের সভাপতি কালি পদ সরকারের সভাপতিত্বে ও সংগঠক রনির পরচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ জেলার আহ্বায়ক জয়নাল আবেদীন মুকুল, অন্যতম সদস্য বিষ্ণু পদ সরকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শহর শাখার আহ্বায়ক মিজানুর রহমান প্রমুখ। এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলার সাবেক সভাপতি জয়ন্ত বর্মন উপজেলা বাসদনেতা নারায়ণ মন্ডল, নুরুল ইসলাম প্রমুখ। বক্তারা করোনা মহামারীতে সরকারের উদাসীন পদক্ষেপের তীব্র সমালোচনা করেন। সারাদেশে অব্যাহত লুটপাট,দুর্নীতি ও ফ্যাসিবাদী ব্যবস্থা উদ্ছেদের জন্য জনগণ কে ঐক্যবদ্ধ ভাবে লাল পতাকার দিকে আসার উদাত্ত আহ্বান জানায়। জানায়।
মিজানুর রহমান
স্টাফ রিপোর্টার
নওগাঁ।
২৪/১১/২০