September 23, 2023, 2:07 am

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
নন্দীগ্রামে জায়গা দখল নিতে সংখ্যালঘুদের মারধর, মাথায় হাসুয়ার কোপ চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় কোরআন শরীফ প্রদান জলঢাকায় ৪শ বোতল ফেন্সিডিল সহ ২ জন গ্রেফতার বিদ্যুৎ বিভাগের অনিয়মের ফাঁদে ফুলবাড়ীবাসী পাইকগাছায় জন্ম থেকে নিউমোনিয়ায় আক্রান্ত জমজ তিন শিশু কন্যা : অর্থ সংকটে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত নন্দীগ্রামে জায়গা দখল নিতে সংখ্যালঘুদের মারধর, মাথায় হাসুয়ার কোপ রংপুরে স্বপ্ন জেনারেল হাসপাতালে রোগীর মৃত্যু টাকা দিয়ে দফারফা রংপুরে তৃপ্তি নামে এক নারীর রহস্যজনক মৃত্যু চৌগাছা থানার নবাগত অফিসার ইনচার্জের সাথে ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের ফুলের শুভেচ্ছা বিনিময় হরিপদ কাপালী বাংলাদেশ১৯৯৬ সালে ধানের নতুন যে তিনি উদ্বোধন করেন

নওগাঁর বদলগাছীতে দুর্ধর্ষ ডাকাতি, প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলায় ব্যবসায়ী এবং নৈশপ্রহরীকে বেঁধে রেখে ৭ টি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১২ টায় উপজেলার বৈকন্ঠপুর বাজারে ডাকাতির এ ঘটনা ঘটে। ডাকাতরা ঐ বাজারের মোট ৭ টি দোকানের তালা ভেঙ্গে মালামাল এবং নগদ টাকা সহ প্রায় ৫ লাখ টাকার মাল লুট করে নিয়ে গেছে। ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছে এবং মালামাল ডাকাতি হওয়ায় বাজারের পাশে মাদকের ব্যবসাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। কেউ ক্উে পুলিশের
ভুমিকা নিয়েও প্রশ্ন তুলছেন।

নৈশপ্রহরী সুত্রে জানা যায়, রাত ১২ টার পর দোকানের বারেন্দায় বসে আছি। বাজারের দক্ষিণ দিক থেকে পাঁচ সাত জন লোক এসে একটি বাড়ি দেখে দিতে হবে। এই বলে টেনে হেচড়ে বিলের মাঝে গিয়ে হাত পা গাছের সাথে বেঁধে রাখে। রাত ২ টায় বাজার হতে একটা পিকআপ গাড়ি আসে। ঐ গাড়ি করে ডাকাতি করে চলে যায় ডাকাতরা। পরে দাঁত দিয়ে হাতের দড়ি কেটে বাজারে

এসে দেখি ৭টি দোকানের তালা ভেঙ্গে সব মালামাল লুট করে নিয়ে গেছে। পরে আমার ডাক চিৎকারে এলাকাবাসি এসে দেখে ৫ টি মুদি দোকান এবং ১ টি ফার্মেসী ও আরো ১ টি কীটনাশক দোকানের তালা ভেঙ্গে মালামাল ডাকাতি হয়েছে।
কীটনাশক ব্যবসায়ী মো সুরুজ হোসেন বলেন, আমার মালামাল ও নগদ টাকা সহ মোট আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। সব মিলে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট হয়েছে। পুলিশের কাছে একটাই দাবি দোষীদের আইনের আওতায় এনে শাস্তির জোড় দাবি জানাই। তবে বাজারে
প্রকাশ্যে মাদক কেনা বেঁচা হয়। এদের ধরলেই মুল তথ্য বেরিয়ে আসবে।

মুদি দোকানদার এবং নৈশপ্রহরী আব্দুল গফুর বলেন, দিনের বেলায় দোকানদারী করি এবং রাতের বেলায় বাজারে নাইট ডিউটি করি। রাত ১২ টার পর মোড়ে বসে আছি, চার পাঁচ জন ব্যক্তি পিছন দিক থেকে মুখ চেপে ধরে বিলে নিয়ে গিয়ে হাত পা গাছের সাথে বেঁধে ফেলে। পরে বাজারে এসে দেখি আমার সহ ৭ টি দোকানের মালামাল
লুট হয়েছে।

আধাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম পল্টন বলেন, এলাকায় এরকম ডাকাতি আগে হয়নি। তবে পুলিশ অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে ব্যবস্থা নিবে, এমনটাই প্রত্যাশা করি।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ আতিয়ার রহমান বলেন, পাঁচ থেকে সাতটি দোকান চুরী হয়েছে। পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com