September 23, 2023, 1:18 am
আলমগীর হোসেন পাইকগাছা প্রতিনিধি : – খুলনার পাইকগাছায় রাডুলি ইউনিয়নের শিক্ষক-শিক্ষার্থীদের ধর্ষকের বিরুদ্ধে ধর্ষণ প্রতিরোধে ও মোকাবেলায় বাঁকা বাজারে প্রধান সড়কের উপর মানব বন্ধন ও সরকারি হসপিটালের সীমানা চত্বরে প্রতিবাদি সভা করেছেন ।
শনিবার সকালে স্পেশাল ব্যাস কোচিং সেন্টার এর সঞ্চালনায় শিক্ষক বজলুর রহমান রনি নেতৃত্বে ও অধ্যক্ষ আবুল কালাম আজাদ (সাবেক চেয়ারম্যান )এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার . আর বি কে কলেজের অধ্যক্ষ বাবু গোপাল চন্দ্র ঘোষ . দর্গাপুর আলিয়া মাদ্রাসার শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আমির আলী এবং বাঁকা সরকারি হসপিটালের মেডিকেল অফিসার জান্নাতুল মাইমুনা .
বক্তব্য রাখেন আর বি কে কলেজের শিক্ষার্থীরা সাকিবুল ইসলাম .আজমল হোসেন সুমাইয়া ইয়াসমিন .শচীন দত্ত ও ইউনিয়নের সকল নেতৃবৃন্দ ।