December 1, 2023, 12:28 pm
(রিপোর্টার) মোঃ আব্বাস আলী:
বিসমিল্লাহির রহমানির রাহিম, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে, তিন নং আলগী দক্ষিণ ইউনিয়ন চার নং ওয়ার্ডের আমি এক জন সম্ভব মেম্বার পদ প্রাথী।
মোঃ জসিম উদ্দিন ভূইয়া আমি চার নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন এবং আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার সুযোগ করে দিন আমি পিছনে যা ভুল করেছি আমি আর ভুল করবোনা।
আমি বেছে থাকতে ছাই আপনাদের মাঝে দয়া করে যদি আমাকে সমাজে বেছে থাকার একটু সুযোগ করে দেন আমি কথা দিলাম আমি আর কখনো ভুল পথে পা বারাবোনা আমি আপনাদের মাঝে থেকে সমাজের উন্নয়ন মুলক কাজ করবো ও আপনাদের সেভা করবো।